BN/680824b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মন্ট্রিয়াল
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"শ্রীকৃষ্ণ নাম কোনো সাধারণ নাম নয়। নাম মানে কারো নাম। শ্রীকৃষ্ণ নাম হচ্ছে চিন্ময়। ব্যক্তি, তার নাম, তার বস্তুর মধ্যে কোনো ফারাক নেই। এখানে, এসব বিভেদ আছে। নাম এবং বস্তু ভিন্ন। জল এবং শব্দ 'জল'- ভিন্ন। কেবল 'জল, জল' জপ করে আমার তৃষ্ণা মেটাতে পারবোনা। কিন্তু হরে কৃষ্ণ জপ করে, আমি ভগবানকে বুঝতে পারবো। এটাই বিভেদ।" |
৬৮০৮২৪ - প্রবচন ভগবদ্গীতা ০৪.০১ - মন্ট্রিয়াল |