"তো শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে এই সমস্ত সুবিধা ছিল। তিনি শিক্ষিত ছিলেন, তার দেশে সবাই তাকে খুব সম্মান করতো; তার অনেক অনুগামী ছিল। একটা ঘটনা থেকে আমরা বুঝতে পারি তিনি কত স্নেহ পেতেন নেতা হিসেবে। কাজী প্রথম বার তার সংকীর্তন আন্দোলনে বাধা দিয়েছিলো এবং তাকে হরে কৃষ্ণ কীর্তন করতে মণ করেছিল, এবং যখন তিনি কোনো তোয়াক্কা করেন নি, তিনি(কাজী) আদেশ করেছিলেন, যে মৃদঙ্গ ভেঙে দেওয়া হবে। তো তার সৈন্যরা এসে মৃদঙ্গ ভেঙে দিয়েছে। এই খবর যখন ভগবান শ্রীচৈতন্যের কাছে যায়, তিনি তা মানলেন না। তিনি ইতিহাসে প্রথম ব্যক্তি যে অবাধ্যতা আন্দোলন করেছিলেন।"
|