BN/680826b কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মন্ট্রিয়াল
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"একজন ব্রাহ্মণের কাজ করার নিয়ম নেই। এটা হলো ধন প্রতিগহ। প্রতিগ্রহ মানে অন্যদের থেকে দান নেওয়া। যেমন তোমরা আমাকে কত কিছু দিলে- টাকা, কাপড়, খাদ্য- সুতরাং একজন সন্ন্যাসী, ব্রাহ্মণ তা গ্রহণ করতে পারে। সবাই নয়। গৃহস্থ তা পারেনা। বিধিনিষেধ আছে। ব্রহ্মচারী পারেন, কিন্তু সে গুরুদেবের হয়ে গ্রহণ করতে পারে, নিজের জন্য নয়। এগুলো হচ্ছে নিয়ম।" |
৬৮০৮২৬ - কথোপকথন - মন্ট্রিয়াল |