"তো একজন অসুস্থ ব্যক্তি ডাক্তারের কাছে গেছে। সে একটা ভয়ঙ্কর রোগ কষ্ট পাচ্ছে। সে তার কারণ টা জানে। ডাক্তার তাকে বলেছে, 'তুমি এটা করেছো, তাই জন্য তুমি কষ্ট পাচ্ছো।' কিন্তু সুস্থ হয়ে যাওয়ার পরেও সে একি কাজ করে। কেন? সেটাই হলো আসল সমস্যা। সে কেন এরকম কাজ করে? সে দেখেছে, সে উপলব্ধি করেছে। সেহেতু মহারাজ পরীক্ষিত বলেছেন, 'ভদ্রাত। এই উপলব্ধির দ্বারা, দেখে এবং শুনে, মাঝেমাঝে সে বিরত হয়ে, যে, 'না, আমার এই কাজ গুলো করা ঠিক হবে না। এগুলো খুবই অসুবিধাজনক। শেষ বার আমার খুব অসুবিধা হয়েছিল।' এবং কবচিচ চারতি তৎ পুণ্যাহ : এবং মাঝেমাঝে সে আবার একই ভুল করে। "
|