BN/681021e প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সিয়াট্ল
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"ন ম হ এই শব্দ এই ভাবে ব্যাখ্যা করা যায়, ন মানে মিথ্যা অহংকার, ম মানে যা তাকে নষ্ট করে। তার মানে মন্ত্রের জপ করে একজন ব্যক্তি মিথ্যে অহংকারের স্তর থেকে ধীরে ধীরে চিন্ময় স্তরে আস্তে পারে। মিথ্যে অহংকার মনে এই দেহ টিকে আমি বলে মনে করা এবং এবং দেহের সাথে সম্পর্কিত এই জগতকে অত্যধিক গুরুত্বপূর্ণ হিসেবে ভাবা। এটাকে মিথ্যে অহংকার বলে। মন্ত্র জপ করবার মাধ্যমে একজন ব্যক্তি এই জগতের সাথে মিথ্যে ভাবে চিহ্নিত না করে চিন্ময় স্তরে উন্নীত হতে পারে।" |
৬৮১০২১ - চৈতন্য চরিতামৃতের নির্দেশনা - সিয়াট্ল |