BN/681123 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"নর নারায়ণ : রাধা, রাধিকার সাথে ভক্তের সঠিক সম্মন্ধ কি ?
শ্রীল প্রভুপাদ : শ্রীমতি রাধারানী হলেন দৈবী মায়া। যেরকম আমরা, আমাদের এই জড়জাগতিক আবদ্ধ জীবনে আছি, আমরা জড়জাগতিক শক্তিতে আবদ্ধ। ঠিক তেমনি আমরা আধ্যাত্মিক শক্তিতে থাকি মুক্তির স্তরে। সেই আধ্যাত্মিক শক্তি হলো শ্রীমতি রাধারানী। আমরা এই মুহূর্তে জড়জাগতিক শক্তির নির্দেশে কাজ করছি, যেহেতু আমাদের দেহ জড়জাগতিক শক্তির দ্বারা তৈরী। তো যখন তুমি মুক্ত হবে তখন তুমি আধ্যাত্মিক শক্তির দ্বারা দেহ গ্রহণ করবে। সেই আধ্যাত্মিক শক্তি হলেন শ্রীমতি রাধারানী। তো তোমাকে কারোর শক্তির দ্বারা কোন একটি শক্তির দ্বারা চালিত থাকতে হবে। তুমিও হলে এক ধরণের শক্তি। তুমি হলে তত্ত্বষ্টা শক্তি। তত্ত্বষ্টা শক্তি মানে হলো তুমি হয়ে জড়জাগতিক শক্তির দ্বারা অথবা চিন্ময় শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হবে - তত্তস্ট স্তরে। কিন্তু যখন তুমি জড়জাগতিক শক্তির দ্বারা নিয়ন্ত্রিত তখন সেই পরিস্থিতিটা হলো খুব বিপজ্জনক, বেঁচে থাকার জন্য যুদ্ধ করা। আর যখন তুমি আধ্যাত্মিক শক্তির দ্বারা নিয়ন্ত্রিত থাকবে, সেটাই হলো তোমার আসল মুক্তি। শ্রীমতি রাধারানী হলেন আধ্যাত্মিক শক্তি , দূর্গা বা কালী হলেন জড়জাগতিক শক্তি।" |
৬৮১১২৩ - প্রবচন শ্রীমদ ভগবদগীতা যথাযথর ভূমিকার ওপর - লস্ এঞ্জেলেস্ |