BN/731004 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"তাই যত তাড়াতাড়ি তোমাকে জন্ম নিতে হবে, তোমাকে মরতে হবে। ঠিক যেমন অরবিন্দ জন্ম নিয়েছিল; সে মারা গেছে। সবাই। সবাই,এমনকি ব্রাহ্মও। এটি একটি দীর্ঘ সময়কাল বা একটি ছোট সময়কাল হতে পারে। এটা কোন ব্যাপার না। সকলের। এটাই হল পরিপূর্ণতা জ্ঞান: কিভাবে এই জন্ম ও মৃত্যুর সমস্যার সমাধান করা যায়। শ্রীমদ্ভগবদ্গীতাতে তা বলা হয়েছে। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখদোষানুদর্শনম্ (শ্রীমদ্ভগবদ্গীতা ১৩/৯)." |
৭৩১০০৪ - কথোপকথন - বোম্বে |