BN/731015 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"তো আমরা পরিস্থিতির উন্নতি করতে চাইছি কারণ, সব শেষে, যখনি তুমি একটি জড়দেহ গ্রহণ করবে, দুর্দশা থাকবে। আনন্দের কোন প্রশ্ন নেই। কিন্তু মায়াচ্ছন্ন হয়ে, আমরা ভাবছি আমরা আনন্দ পাচ্ছি। এটাই মায়া। উদহারণ স্বরূপ ধরে নেও: একটা শুকর বিষ্ঠা ভক্ষণ করছে, কিন্তু সে ভাবছে সে আনন্দ পাচ্ছে। একে বলে প্রক্ষেপণাত্মিকা শক্তি। শুধু শুকর নয়; মানুষেরাও, কেউ খুব খারাপ খাওয়ার খাচ্ছে, কেউ সবচেয়ে পচা মাছ খাচ্ছে, সে তাও ভাবছে আনন্দ পাচ্ছে।"
|
৭৩১০১৫ - প্রবচন ভাগবদ্গীতা ১৩.২১ - বোম্বে |