"সুতরাং আমাদের প্রয়াস, কৃষ্ণভাবনামৃত আন্দোলনের,উদ্দেশ্য মনুষ্য জীবনের দায়িত্ব সম্বন্ধে মানুষকে শিক্ষিত করা। এটি আমাদের বৈদিক সভ্যতা। জীবনের এই সমস্যাটি জীবনের এই সময়ের কয়েক বছরের অসুবিধা নয়। জীবনের আসল সমস্যা হল কিভাবে জন্ম,মৃত্যু,বার্ধক্য এবং রোগের পুনরাবৃত্তি সমাধান করা যায়। শ্রীমদ্ভগবদ্গীতার এটাই নির্দেশ:জন্মমৃত্যুজরাব্যাধিদুঃখদোষানুদর্শনম্ (শ্রীমদ্ভগবদ্গীতা ১৩/৯)। মানুষ জীবনের অনেক সমস্যা নিয়ে বিব্রত,কিন্তু জীবনের আসল সমস্যা হল কিভাবে জন্ম,মৃত্যু,বার্ধক্য এবং রোগ বন্ধ করা যায়।সুতরাং মানুষ নির্বোধ। তারা এতটাই নিস্তেজ হয়ে পড়েছে যে তারা জীবনের সমস্যা বুঝতে পারছে না।"
|