BN/731101 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু দিল্লী
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"তুমি যদি যোগ্য না হও, তুমি পাবে কি করে? ঠিক যেমন যদি হাই-কোর্টের জজ হতে চাও, সরকার সে পদ তোমায় দিতে পারে। কিন্তু তোমার যোগ্যতা থাকা দরকার। তুমি যদি কেবল রাস্তার জমাদার হও, আর ভাব,'আমি হাই-কোর্টের জজ হব', সরকার কি এতো বোকা? তোমার ইচ্ছা থাকা উচিত; একইসাথে তোমার যোগ্যতা থাকাও উচিত। তারপর তা শ্রীকৃষ্ণের হাতে, তিনি পুরস্কার দেবেন কিনা। অসুবিধার কি আছে? প্রথমে যোগ্য হও, তারপর বাসনা কর। গরিব হয়ে তুমি কোটি টাকার ইচ্ছা করবে কেন? তোমার সৎ পথে কাজ করা উচিত।"
|
৭৩১১০১ - আগমন - দিল্লী |