BN/680905b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"শ্রীমদ্ভগবদ্গীতাতে বলা হয়েছে, চাতুর্বর্ণ্যং ময়া সৃষ্টং (শ্রীমদ্ভগবদ্গীতা ৪/১৩)। এই চার শ্রেণীর বিভাজন বিভিন্ন গুণ অনুসারে করা হয়েছে, এবং শ্রীকৃষ্ণ বলেন, অথবা ভগবান বলেন, "এটাই আমার সৃষ্টি।" সুতরাং তাঁর সৃষ্টির ব্যতিক্রম হতে পারে না। ঠিক যেমন ভগবানের সৃষ্টি সূর্য। প্রত্যেক দেশে সূর্য আছে, এমন নয় যে ভারতে সূর্য দেখা যায়। প্রত্যেক দেশে চাঁদ আছে। একইভাবে, এই জাতি ব্যবস্থা প্রতিটি দেশে, প্রতিটি সমাজে বিদ্যমান, কিন্তু একে বিভিন্ন নামে ডাকা হতে পারে। " |
৬৮০৯০৫ - দীক্ষা ও বিবাহ প্রবচন - নিউ ইয়র্ক |