BN/681228 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"তো শ্রীকৃষ্ণ বলছেন যে আমাদের সর্বদা মনে রাখা উচিত যে আমরা কৃষ্ণভাবনাময় ব্যক্তি। যা শ্রীকৃষ্ণ বলছেন আমরা তাকে পরম সত্য বলে স্বীকার করি। তাই, শ্রীকৃষ্ণ বলছেন তুমি যদি সবচেয়ে উচ্চতর লোক যাকে ব্রহ্ম লোক বলে সেখানেও যেতে চাও। বৈদিক শাস্ত্র অনুযায়ী অনেক গ্রহ আছে। আমরা এখন যেখানে আছি, তাকে বলে ভুরলোক। এর ওপরে ভূভর লোক। তার ওপরে স্বর্গলোক। স্বর্গ লোকের ওপর জনলোক। তার ওপরে মহর্লোক, তার ওপরে সত্যলোক।" |
৬৮১২২৮ - প্রবচন দীক্ষা - লস্ এঞ্জেলেস্ |