"এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে। মাঝে মাঝে এরকম ভাবা হয়ে যে আধ্যাত্মিক জীবন মানে সক্রিয় জীবনের থেকে অবসর। এটাই হলো সাধারণ প্রতীতি। মানুষেরা ভাবে যে আধ্যাত্মিক জ্ঞান অর্জন বা আত্ম উপলব্ধি করতে গেলে হিমালয় পর্বতের গুহতে অথবা কোন নির্জন স্থানে যেতে হবে। সেটাও প্রস্তাবিত আছে । কিন্তু সেই ধরণের প্রস্তাব হলো তাদের জন্য যারা কৃষ্ণ ভাবনামৃত কার্যক্রমে নিজেদের নিযুক্ত করতে পারেনা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিয়েছেন কিভাবে কেউ তার অবস্থানে ঠিক থাকে। কোন ব্যাপার না কে কি পরিস্থিতিতে আছে ,সে সেই স্থানেও কিভাবে পূর্ব পুরি কৃষ্ণ ভাবনামৃত হতে পারে।"
|