"ঠিক যেমন জগাই মাধাই তারা ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর সময়ে সর্বশ্রেষ্ঠ পাপিষ্ঠ ব্যক্তি ছিল। তো যখন তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পদ কমলে সমর্পণ করলো স্বীকারোক্তির সাথে,' আমাদের প্রভু, আমরা অনেক পাপ কার্য করেছি। দয়া করে আমাদের বাঁচান,' শ্রীচৈতন্য মহাপ্রভু তাদেরকে জিজ্ঞেস করে যে,' হ্যাঁ, আমি তোমাদের শিকার করবো এবং আমি তোমাদের বাঁচাবো, কিন্তু কথা দিতে হবে যে তোমরা আর কখনও এরকম পাপ কার্য করবে না। ' তো তারা তাতে রাজি হয়ে,'হ্যাঁ, আমরা যা করেছি তা শেষ আর নয়। আমরা আর তা করবো না।' তারপরে শ্রীচৈতন্য মহাপ্রভু তাদেরকে গ্রহণ করেছেন এবং তারা মহান ভক্তি হয়ে যান , এবং তাদের জীবন সার্থক হয়ে যায়। এখানেও সেই একি পন্থা। এই দীক্ষা মানে যে তোমাদের উচিত প্রত্যেকের মনে রাখা উচিত যে, পূর্ব জন্মে যত পাপ কার্য তারা করেছে, সেই হিসাব এখন বন্ধ হয়ে গেছে।"
|