BN/681216 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"একজন ভক্ত যে সব সময়ে কৃষ্ণ ভাবনাময়ে তার কাছে কিছুই অজানা নয়। সে সব কিছু জানেন। যেরকম আমরা পুরো ব্রহ্মাণ্ড সৃষ্টির তথ্য দিতে পারি - শুধুমাত্র এই জড়জগতের নয়, আধ্যাত্মিক জগতেরও। পরিষ্কার ধারণা ; কোথায় কোনটা আছে , কোনটা কি। সব কিছু। সেটাই হলো কৃষ্ণ ভাবনামৃত। যত তুমি অগ্রগতি করবে, তখন তুমি পুরোপুরি, আমি বলতে চাইছি যে, পারদর্শী হবে সব রকমের বিভাগের জ্ঞানের সম্মন্ধে। সব কিছু পূর্ণ। " |
৬৮১২১৬ - প্রবচন ভগবদগীতা ০২ .৪৬ -৬২ - লস্ এঞ্জেলেস্ |