"জড় জগতে সত্ত্বগুন কখনও কখনও তমোগুণ এবং রজোগুণের সাথে মিশে যায়, কিন্তু আধ্যাত্মিক জগতে বিশুদ্ধ সত্ত্বগুন রয়েছে - রজোগুণ এবং তমোগুণের কোন দূষণ বা লেশমাত্র নেই। অতএব একে শুদ্ধসত্ত্ব বলা হয়। শুদ্ধসত্ত্ব। শব্দম্, সত্ত্ব্যং বিশুদ্ধং বাসুদেব শব্দিতং (শ্রীমদ্ভাগবত ০৪/০৩/২৩): "সেই বিশুদ্ধ সত্ত্বগুণকে বলা হয় বাসুদেব, এবং সেই বিশুদ্ধ সত্ত্বগুণে কেউ ভগবানকে উপলব্ধি করতে পারে।" অতএব ভগবানের নাম বাসুদেব, "বসুদেব থেকে উৎপন্ন।" বসুদেব হলেন বাসুদেবের পিতা। সুতরাং যতক্ষণ না আমরা বিশুদ্ধ সত্ত্বগুণের মানদণ্ডে না আসি, কোন রজোগুণ এবং তমোগুণ ছাড়া, ভগবৎ উপলব্ধি, এটা সম্ভব নয়। "
|