"আমাদের পাপময় জীবন মানে অজ্ঞানতা। ঠিক যেমন আমি যদি আগুনে হাত দেই, তা পুরে যাবে। কেউ বলতে পারে, "ওহ তুমি পুরে গেছো, তুমি পাপী"। এটা সাধারণ বুদ্ধি। "তুমি পুরে গেছো, তুমি পাপী, তাই তুমি পুরে গেছো"। তা, এক ভাবে, সঠিক। "আমি পাপী" মানে আমি জানিনা যে এই আগুনে যদি আমি হাত দেই আমি পুরে যাবো। এই অজ্ঞানতা আমার পাপ। পাপময় জীবন মানে অজ্ঞানতার জীবন। তার মানে, "এই চৌত্রিশতম শ্লোকে বলা হচ্ছে, "গুরুদেবের কাছে গিয়ে সত্যটা জানবার চেষ্টা করো"। যদি উপায় থাকে তুমি কেন অজ্ঞানতায় থাকবে? সেটা আমার মূর্খতা। তাই আমি ভুগছি।"
|