"গৃহক্ষেত্রসুত। সুত অর্থাৎ শিশু। যখন তোমার কাছে ঘর আছে, যখন তোমার কাছে স্ত্রী আছে, যখন তোমার কাছে আছে ..., তারপর পরবর্তী চাহিদা হল সন্তান, সুত। কারণ সন্তান ছাড়া গৃহজীবন সুখকর হয় না। পুত্রহীনংগৃহংশূন্যম্ (চাণক্য পণ্ডিত)। একটি গৃহস্থ জীবন যেমন শিশু ছাড়া মরুভূমি। শিশুরা গৃহস্থ জীবনের আকর্ষণ। সুতরাং গৃহক্ষেত্রসুতআপ্ত। আপ্ত অর্থাৎ আত্মীয় বা সমাজ। সুতপ্তবিত্তৈঃ: এবং এই সমস্ত উপকরণ অর্থের দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। অতএব, অর্থের প্রয়োজন। এইভাবে, কেউ এই জড় জগতে জড়িয়ে পড়ে। জনস্য মহো 'যম। একে বলে বিভ্রম। "
|