"এই জড় সৃষ্টির কোন প্রয়োজন ছিল না । কিছু দুষ্কৃতীরা প্রশ্ন করেছিল যে 'কেন ভগবান এই দুঃখজনক পৃথিবী সৃষ্টি করেছেন?' কিন্তু তুমি চেয়েছিলে; তাই ভগবান তোমাকে দিয়েছেন । যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম্ (শ্রীমদ্ভগবদ্গীতা ০৪/১১ )। কৃষ্ণ বলছেন । কৃষ্ণ অত্যন্ত দয়ালু । তুমি এমন কিছু চেয়েছিলে । একই উদাহরণ, জেলখানা । জেলখানা, সরকার প্রচার করছে না, 'দয়া করে, আপনারা সবাই ভদ্রলোক এবং মহিলারা এখানে আসুন'। না। তুমি যাচ্ছ । তুমি যাচ্ছ । একইভাবে, এই জড়জগত তোমার জন্য তৈরি করা হয়েছে কারণ তুমি এটি চেয়েছিলে । এবং এখানে তুমি আশা করতে পারবে না, যেমন তুমি কারাগারে খুব আরামদায়কভাবে বসবাসের আশা করতে পারবে না ... কারণ মোটের উপর, এটি কারাগারের ঘর । সেখানে কষ্ট থাকতেই হবে যাতে তুমি আর না আসতে পার ।"
|