"সুতরাং ভগবানের আলয় কষ্টিপাথর, চিন্তামণি দিয়ে তৈরি। সেখানে ঘর আছে ... যেমন আমরা এই পৃথিবীতে আমাদের অভিজ্ঞতা পেয়েছি যে ঘরগুলি ইট দিয়ে তৈরি, সেখানে, আধ্যাত্মিক জগতে, ঘরগুলি এই চিন্তামণি পাথরের, কষ্টিপাথরের তৈরি। চিন্তামণিপ্রকারসদমসু কল্পবৃক্ষ (ব্রহ্মসংহিতা ৫/২৯)। গাছও আছে, কিন্তু সেই গাছগুলো এই গাছের মতো নয়। গাছগুলি হল কল্পবৃক্ষ। এখানে তুমি একটি জিনিস নিতে পারো ...একটি গাছ থেকে এক ধরনের ফল, কিন্তু সেখানে, গাছ থেকে তুমি যে কোনো কিছু চাইতে পারো এবং তুমি তা পেতে পারো, কারণ সেই গাছগুলি সবই আধ্যাত্মিক। বস্তু এবং আত্মার মধ্যে এটাই পার্থক্য। "
|