"সুতরাং শ্রীমদ্ভাগবত বলে নৈষাং মতিস্তাবদুরুক্রমাঙ্ঘ্রিম (শ্রীমদ্ভাগবত ০৭/০৫/৩২)। যদি কেউ উরুক্রমান্ঘ্রি বা পরম ভগবানকে বুঝতে পারে, তার জন্য আত্মার অস্তিত্ব বোঝা খুব কঠিন নয়। ঠিক যেমন একজন সূর্যের ভূগোলক দেখেছে, তার জন্য রোদ কি তা বোঝা খুব কঠিন নয়। তবে যে চিরকাল অন্ধকারে থাকে, সে না সূর্যের আলো দেখে, না সূর্যের ভূগোল দেখে, তার জন্য আলো কি, সূর্য কি, সেটা বোঝা খুবই কঠিন। সুতরাং পরম ভগবান উরুক্রমাঙ্ঘ্রিকে বোঝা সম্ভব নয়। এবং যদি তা বোঝা সম্ভব হয়, স্পৃশত্যনর্থাপগমো যদর্থঃ। যদি কেউ বুঝতে পারে যে উরুক্রমাঙ্ঘ্রিম কি, মহান ভগবানকে, তাহলে অবিলম্বে তার সমস্ত অজ্ঞানতা, ভ্রম শেষ হয়ে যাবে। "
|