"নরোত্তম দাস ঠাকুর উপদেশ দিচ্ছেন, 'দয়া করে ভগবান নিত্যানন্দের আশ্রয় গ্রহণ করো'। ভগবান নিত্যানন্দের চরণ কমলে আশ্রয় নিলে কি ফল হবে? তিনি বলছেন হেন নিতাই বীণে ভাই: "যতক্ষণ না তুমি ভগবান নিত্যানন্দের চরণের ছায়া গ্রহণ করছো, "রাধা কৃষ্ণ পাইতে নাই," 'রাধা কৃষ্ণের.... কাছে যাওয়া খুব কঠিন হয়ে যাবে'। রাধা কৃষ্ণ এই কৃষ্ণভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য হলো রাধা কৃষ্ণের কাছে যাওয়া, ভগবানের সঙ্গ করা তার উদাত্ত নৃত্যে যোগদান করে। এটাই কৃষ্ণভাবনার লক্ষ্য। সুতরাং, নরোত্তম দাস ঠাকুর উপদেশ দিচ্ছেন যে, "যদি তুমি রাধা কৃষ্ণের নাচের দলে যোগ দিতে চাও, তাহলে তোমাকে অবশ্যই ভগবান নিত্যানন্দের পাদপদ্মের আশ্রয় গ্রহণ করতে হবে।"
|