"শ্রী চৈতন্য মহাপ্রভু তার সমস্ত শিষ্যদের নির্দেশ দিয়েছেন কৃষ্ণ ভাবনামৃতের বিজ্ঞানের ওপরে গ্রন্থ লিখতে, যেই কার্যত যারা তাকে এখনো অনুসরণ করে তাদের বহন করে নিয়ে যেতে হবে এই সময়ে পর্যন্ত ও। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই তত্ত্বের ওপরে যে বিস্তার এবং ব্যাখ্যান শিক্ষা দিয়েছেন তা হলো আসলে সব চেয়ে বৃহদায়তন, সুনির্দিষ্ট, এবং সামঞ্জস্য পূর্ণ, কারণ পৃথিবীর সমস্ত ধর্মীয় সংস্কৃতির মধ্যে এটা একটি অটুট গুরু শিষ্য পরম্পরা । যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু, তার বাল্য কালে একজন পণ্ডিত হিসাবে বিখ্যাত ছিলেন, তিনি মাত্র আটটা শ্লোক ছেড়ে গেছেন আমাদের জন্য, শিক্ষাষ্টকম। "
|