BN/690102 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"আমাদের সর্বদা মনে রাখা উচিত যে শ্রীগুরুদেব গুরুপরম্পরা ধারায় আছেন। আদি গুরু হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি তার শিষ্যকে আশীর্বাদ প্রদান করেন, যেমন ব্রহ্মাজী। ব্রহ্মা তার শিষ্যকে আশীর্বাদ প্রদান করেন, যেমন নারদ। নারদ তার শিষ্যকে, যেমন ব্যাস। ব্যাস তার শিষ্যকে, মাধবাচার্য। এইভাবেই, আশীর্বাদ আসছে। ঠিক যেমন রাজত্বে হয়- শিষ্য বা উত্তরাধিকারী সিংহাসন গ্রহণ করে- তেমনি ভগবানের শক্তি কাউকে গ্রহণ করতে হবে। সঠিক উৎস থেকে শক্তি প্রাপ্ত না হলে, কেউ ভালো প্রচারক, ভালো গুরুদেব হতে পারেনা।"
|
৬৯০১০২ - প্রবচন শ্রীশ্রীগুরুবষ্টকম তারপর্য লস্ এঞ্জেলেস্ |