BN/690113b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"শ্রীমদ্ভগবতে বলা হচ্ছে, "কারোর পিত হওয়া উচিত না, কারোর মাতা হওয়া উচিত না, যদি না সে তার সন্তানকে আসন্ন মৃত্যু থেকে রক্ষা করতে পারে।" তো সেটা শ্রীগুরুদেবেরও কর্তব্য। যদি সে শিষ্যকে আসন্ন মৃত্যুর থেকে রক্ষা না করতে পারে তার গুরুদেব হওয়া উচিত নয়। তা আসন্ন মৃত্যু মানে কি? আসন্ন মৃত্য মানে যেহেতু আমরা আত্মা, আমাদের মৃত্যু হবেনা। কিন্তু আসন্ন মৃত্যু মানে এই দেহের মৃত্যু। তো এটা শ্রীগুরুদেবর দায়িত্ব, পিতা মাতার দায়িত্ব, এটা রাজ্যের দায়িত্ব, জনগণের দায়িত্ব, সকলকে আসন্ন মৃত্যুর থেকে রক্ষা করা।" |
৬৯০১১৩ - প্রবচন উদ্ধৃতি - লস্ এঞ্জেলেস্ |