"স্বতঃস্ফূর্ত প্রেম, ঠিক যেমন উদাহরণ দেওয়া হয়েছে একটা যুবক, যুবতির, কোনো পরিচয় ছাড়া, যখন তারা একে অপরকে দেখে, প্রেমের উৎপত্তি হয় স্বাভাবিক ভাবে। তাকে স্বতঃস্ফূর্ত বলে। এরকম নয় যে কাউকে ভালোবাসতে শিখতে হয়। কেবল দেখলেই প্রেম জাগরিত হবে। তাকে স্বতঃস্ফূর্ত বলে। যখন আমরা ভগবানকে ভালবাসবার উন্নতি করবো, এতো বেশি যে আমরা যেই ভগবানের সম্পর্কিত কিছু দেখবো, তৎক্ষণাৎ আমরা আনন্দিত হবো, সেটা স্বতঃস্ফূর্ত। ঠিক যেমন যখন ভগবান শ্রীচৈতন্যদেব জগন্নাথ মন্দিরে প্রবেশ করে জগন্নাথদেবের দর্শন করে তৎক্ষণাৎ মূর্ছিত হয়েছিলেন, "এইতো আমার প্রভু"।"
|