"একজন ব্যক্তির ইন্দ্রিয় তৃপ্তি ত্যাগ করা উচিত। অবশই, এই জড়জাগতিক জীবনে আমরা আমাদের ইন্দ্রিয় পেয়েছি এবং অভ্যস্ত সেগুলো ব্যবহার করতে। আমরা এটা থামাতে করতে পারিনা। কিন্তু এখানে থামাবার কোন প্রশ্ন নেই, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। ঠিক যেরকম আমরা খেতে চাই। বিষায়া মানে আহার, নিদ্রা, মৈথুন এবং ভয়। তো এই জিনিস গুলো পুরোপুরি নিষিদ্ধ নয়, কিন্তু আমাদের শ্রীকৃষ্ণ ভাবনামৃতের কার্যকর যাতে অনুকূল হয়ে তার জন্য, সেগুলোকে পুনর্গঠিত করা হয়ে। তো আমাদের এটা নেওয়া উচিত নয় । ঠিক যেরকম খাওয়া। আমাদের শুধু স্বাদকে সন্তুষ্টা করবার জন্য খাওয়া উচিত নয়। আমাদের খাওয়া উচিত শুধু যাতে আমরা আমাদের দেহকে ঠিক রাখতে পারি শ্রীকৃষ্ণ ভাবনামৃতের কার্য করবার জন্য। তো খাওয়া বন্ধ করা হয়নি, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে অনুকূল ভাবে। ঠিক সেইরকম মৈথুন। মৈথুনও বন্ধ করে দেওয়া হয়নি। কিন্তু বিধিনিষেধটা হলো তোমার আগে বিয়ে করা উচিত এবং তোমার মৈথুন করা উচিত শুধুমাত্র শ্রীকৃষ্ণ ভাবনামৃত সন্তান প্রদান করবার জন্য। নাহলে সেই কাজটি করো না। "
|