BN/690712 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
তুমি যদি ভাব, যদি একজন কয়েদি ভাবে "আমি জেল খানায় রয়েছি। আমি জেলের অধ্যক্ষকে বলি আমার ঘরটা পাল্টে দিন, তাহলে আমি সুখী হবো", সেটা ভুল ধারণা। যতক্ষণ কেউ জেলে আছে, সে সুখী হতে পারবে না। একজনের মুক্ত হতে হবে। সেটা আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। তো আমরা জেলের ঘর পাল্টে সুখী হওয়ার চেষ্টা করছি, এই নীতি, ওই নীতি, সাম্যবাদ থেকে পুঁজিবাদ, সাম্যবাদ থেকে এই নীতি ওই নীতি। এসব আমাদের সুখী করতে পারবে না। তোমাকে সম্পূর্ণ ভাবে এই জাগতিক নীতি বদল করতে হবে। তাহলে তুমি সুখী হবে। সেটা আমাদের কৃষ্ণভাবনামৃত।" |
৬৯০৭১২ - প্রবচন শ্রীমদ্ভাগবত - লস্ এঞ্জেলেস্ |