"সুতরাং আমরা কৃষ্ণকে ভুলে গেছি, আমরা কষ্ট পাচ্ছি, কিন্তু যেহেতু আমরা কৃষ্ণের ক্ষুদ্র অংশবিশেষ, তাই কৃষ্ণ প্রচার করতে এসেছেন, কেন তুমি কষ্ট পাচ্ছ? তুমি শুধু আমার কাছে আত্মসমর্পণ করো, আমি তোমাকে সব সুরক্ষা দেব।" না, তোমার কষ্ট অন্যরা নেবে না। তারা নেবে না। অতএব, যখন একজনকে প্রশিক্ষণ দেওয়া হয় ... কিভাবে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করতে হয়, যাকে বলা হয় ভক্তিমূলক সেবা, অনুশীলন, অনুশীলন। এবং যখন, আসলে, কেউ কৃষ্ণের সেবা করার জন্য খুব আন্তরিকভাবে... কৃষ্ণ সকলের হৃদয়ে আছেন। ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশেহর্জুন তিষ্টতি (শ্রীমদ্ভগবদ্গীতা ১৮/৬১)। সুতরাং তিনি বুঝতে পারেন যে আপনি আন্তরিকভাবে সেবা করছেন বা কোনো উদ্দেশ্য নিয়ে আপনি সেবা দিচ্ছেন।"
|