"যদি আমরা তার সাথে সহযোগিতা করি, কৃষ্ণ যা চায়,যদি আমরা সামান্য কিছু করতে চাই, অবিলম্বে শ্রীকৃষ্ণ আপনাকে সাহায্য করবে।আপনি যদি এক শতাংশ কাজ করেন, শ্রীকৃষ্ণ আপনাকে দশ শতাংশ সাহায্য করবে। আবার যদি আপনি এক শতাংশ কাজ করেন, কৃষ্ণ আপনাকে আরও দশ শতাংশ সাহায্য করবে।কিন্তু যে শতভাগ কৃতিত্ব আপনি পান , শ্রীকৃষ্ণের সাহায্যের দ্বারা পান। শ্রীকৃষ্ণ আপনাকে বুদ্ধি দেয়। তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম বুদ্ধিযোগং দদামি তম্ (শ্রীমদ্ভগবদ্গীতা ১০/১০)। যদি আপনি সততম্, চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকেন, অন্য কোন ব্যস্ততা ছাড়া, sarva-dharmān parityajya (শ্রীমদ্ভগবদ্গীতা ১৮/৬৬) যদি আপনি সততম্, চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকেন, অন্য কোন ব্যস্ততা ছাড়া, সর্ব-ধর্মান.কেবল যদি আপনি কৃষ্ণ সেবায় জড়িত হন , প্রীতি পূর্বকম্, ভালবাসার সাথে, গতানুগতিক না ভেবে ' ওহ্, এটি একটি দায়িত্বভার , হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। ঠিক আছে হরেকৃষ্ণহরেকৃষ্ণহরেকৃষ্ণ..'( খুব দ্রুত অস্পষ্টভাবে জপ ) এমন ভাবে নয়। প্রীতির দ্বারা ভালোবাসার সাথে প্রতিটি নাম জপ করুন' হরেকৃষ্ণ',এবং শুনুন। এখানে কৃষ্ণ আছেন এখানে রাধারানী আছেন। এই ধরনের জপ গুণগত। নাকি 'হরেকৃষ্ণহরেকৃষ্ণকৃষ্ণ কৃষ্ণহরেহরে..,'এমনভাবে নয়, এমন ভাবে নয়। প্রীতি।"
|