"এটাই হলো কৃষ্ণ ভাবনামৃত, বোঝা যে সব কিছুর মালিক হলেন শ্রীকৃষ্ণ । যদি কেউ সেভাবে কাজ করে , যে সব কিছু ... ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ (শ্রীঈশোপনিষদ মন্ত্র এক)। শ্রীঈশোপনিষদ বলে, 'এই বিশ্বচরাচরে যা কিছু আছে তার মালিক পরমেশ্বর ভগবান', কিন্তু ভগবান আমাকে এই জিনিস গুলো সামলাতে দিয়েছেন। সুতরাং তার জন্য আমার জ্ঞান এবং বুদ্ধি ব্যবহৃত হবে, যদি আমি সেগুলো ভগবানের সেবায় নিযুক্ত করি। এটাই হলো আমার বুদ্ধি। ঠিক যখন আমি এগুলোকে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ব্যবহার করবো, তখন আমি আবৃত হয়ে যাব। ঠিক এরকম একটি উদাহরণ দেওয়া যায়, যদি একজন ব্যাঙ্কের কোষাধ্যক্ষ ভাবে, 'ও, আমার নিষ্পত্তিতে মিলিয়ন্স ডলার্স আছে। তো আমি কিছু নিয়ে আমার পকেটে ঢুকিয়ে নি ,' তালে সে আবৃত হয়ে যাবে। নাহলে, তুমি আনন্দ করো। তুমি ভালো মাইনে পাবে। তুমি ভালো আরাম পাও এবং শ্রীকৃষ্ণের জন্য ভালো করে তা নিয়োজিত করো। সেটাই হলো কৃষ্ণ ভাবনামৃত। সব কিছু শ্রীকৃষ্ণের হিসেবে গ্রহণ করা উচিত। সেটাই হলো কৃষ্ণ ভাবনামৃত। "
|