BN/690501b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোস্টন
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"নাস্তিক শ্রেণীর মানুষেরা, তারা নিজেদেরকে মুক্ত বলে ঘোষণা করছে, 'ভগবান নেই', যখন এগুলো সবই অর্থহীন — মূঢ়। তাদের বলা হয়েছে মূঢ়, প্রথম শ্রেণীর মূর্খ। ন মাং দুষ্কৃতিনো মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাধমাঃ (শ্রীমদ্ভগবদ্গীতা ৭/১৫)। শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যয়ন করো। সবকিছু আছে। যারা নরাধাম, মানবজাতির সর্বনিম্ন। মানবজাতির মধ্যে সর্বনিম্ন যেমন নাস্তিক, তেমনি মানবজাতির সর্বোচ্চ মানুষ কৃষ্ণ ভাবনাময়। সুতরাং মানবজাতির সর্বোচ্চ হওয়ার চেষ্টা করো। বিশ্ব সর্বোচ্চ মনুষ্যদের অভাবে ভুগছে। এবং আদর্শ হোন। " |
৬৯০৫০১ - শ্রীনিরসিংহদেবের আবির্ভাব দিবস প্রবচন - বোস্টন |