BN/690216 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"তেষামেবানুকম্পার্থমহমজ্ঞানজং তমঃ।
নাশয়াম্যাত্মভাবস্থো জ্ঞানদীপেন ভাস্বতা।। (ভগবদ্গীতা ১০.১১) যারা সব সময়ে আমার সেবায় নিয়োজিত রয়েছে, তাঁদের প্রতি অনুগ্রহ করার জন্য' , তেষামেবানুকম্পার্থমহমজ্ঞানজং তমঃ নাশয়াম্যা ', আমি তাঁদের হৃদয়ে অবস্থিত হয়ে, উজ্জ্বল জ্ঞান-প্রদীপের দ্বারা অজ্ঞান-জনিত অন্ধকার নাশ করি।' সুতরাং শ্রীকৃষ্ণ তোমার হৃদয়ে আছেন। এবং যখন তুমি শ্রীকৃষ্ণের আন্তরিক ভাবে খোঁজ করছো ভগবৎ ভক্তির দ্বারা, যেরকম ভগবদ্গীতায় উল্লেখিত আছে, তুমি অষ্টাদশ অধ্যায়ে, ভক্ত্যা মামাভিজানাতি (ভগবদ্গীতা ১৮.৫৫) :' ভক্তির দ্বারা কেবল স্বরূপত আমি যে রকম হই, সেরূপে আমাকে কেউ তত্ত্বত জানতে পারেন।' " |
৬৯০২১৬ - প্রবচন ভগবতগীতা ০৬ .১৩ -১৫ - লস্ এঞ্জেলেস্ |