BN/690222 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"জন্ম কর্ম চ মে দিব্যমেবং যো বেত্তি তত্ত্বতঃ।
ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সোঽর্জুন।। (ভগবদ্গীতা ৪.৯) এই চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে যে, ' আমার জন্ম, অপ্রকট, এবং কর্ম সবই হলো চিন্ময়। যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথ ভাবে জানেন, তাঁকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয়ে না, তার ফল হলো,' ত্যক্ত্বা দেহং, 'এই দেহত্যাগ করার পর,' পুনর্জন্ম নৈতি,' পুনরায় জন্মগ্রহণ করতে হয়ে না, এই জড়োজগতে।' এটা চতুর্থ অধ্যায়ে উল্লেখ আছে। তার মানে তৎক্ষণাৎ মুক্তি লাভ হয়ে। এটাই হলো বাস্তব। " |
৬৯০২২২ - প্রবচন ভগবদ্গীতা ০৭ .০১ - লস্ এঞ্জেলেস্ |