BN/681230 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"যে আত্ম সিদ্ধি করেছে যে, 'আমি পরমেশ্বর শ্রী কৃষ্ণের অংশ , সবাই শ্রী ভগবানের অংশ, এবং মানুষ, পশু, পোকা, জন্তু, পাখি এবং সমস্ত জীব হলো শ্রী ভগবানের অংশ ' সেটা হলো আত্ম সিদ্ধি। তালে তুমি কি করে কাউকে মারবে। যদি সবাই শ্রী ভগবানের অংশ হয়ে , পরমেশ্বরের পুত্র হয়ে, তুমি তোমার ভাইকে কি করে মারবে ? সেটাই হলো আত্ম সিদ্ধি। তুমি কখনই মারতে পারবে না তুমি একটা পোকা কেউ মারতে দ্বিধা বোধ করবে।" |
প্রবচন ভগবত গীতা ০৩ .১৮ -৩০ - - লস্ এঞ্জেলেস্ |