BN/690424 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোস্টন
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
বর্তমানে আমরা শ্রীকৃষ্ণের সাথে আমাদের নিত্য সম্পর্কের কথা ভুলে গেছি। অতঃপর সাধুসঙ্গ, নিরন্তর জপ-কীর্তন, শ্রবণ ও স্মরণের মাধ্যমে আমরা পুনরায় আমাদের হারিয়ে যাওয়া চেতনার পুনর্জাগরণ ঘটাতে পারি। এটাই হল কৃষ্ণভাবনামৃত। তাই ভুলে যাওয়াটা অস্বাভাবিক নয়। এটা স্বাভাবিক, আমরা ভুলে যাই তবে আমরা যদি প্রতিনিয়ত সংস্পর্শে থাকি, তবে আমরা হয়তো আর ভুলবো না। সুতরাং এই কৃষ্ণভাবনামৃত, ভক্তবৃন্দ, নিরন্তর জপ-কীর্তন, শাস্ত্রচর্চা ইত্যাদি আমাদেরকে অক্ষত রাখবে, কৃষ্ণবিস্মৃতি থেকে রক্ষা করবে। " |
৬৯০৪২৪ - কথোপকথন 'গ' - বোস্টন |