BN/690429b কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোস্টন
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"আমরা এরকম বলতে পারিনা, ঠিক যেমন, এরকম এরকম লোকদের হোটেলে ঢোকা মানা'। না এরকম আমরা করতে পারিনা। আমরা সবাইকে ঢুকতে দেই। আমাদের উদ্দেশ্য হলো মানুষকে কি ভাবে নিম্ন স্তর থেকে উন্নীত স্তরে নেওয়া যায়। সুতরাং প্রত্যেকেই নিম্নস্তরের। প্রভু যীশুও বলেছিলেন, 'রোগীকে নয়, রোগ কে ঘেন্না করো'। তা নয় কি, প্রভু যীশু তাই বলেছিলেন? সুতরাং হিপিরা পাপী হতে পারে। আমরা তাদের পুণ্যবান করছি। কিন্তু আমরা বলি, 'এটা করোনা। এই পাপকর্ম করোনা। নেশা করোনা। এটা করোনা। ওটা করোনা। আমরা পাপ কে ঘৃণা করি, পাপী দের নয়। যদি আমরা পাপী দের ঘৃণা করি, তাহলে আমাদের প্রচারের উপায় কি?"
|
৬৯০৪২৯ - কথোপকথন - বোস্টন |