BN/690430b কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোস্টন
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"এই চারটি জিনিস, যেমন জন্ম, মৃত্যু, বার্ধক্য এবং রোগ, তোমার সাথে থাকবে। সুতরাং শ্রীমদ্ভগবদ্গীতায় বলা হয়েছে যে মদ্ধাম গত্বা পুনর্জন্ম ন বিদ্যতে (শ্রীমদ্ভগবদ্গীতা ৮/১৬)। "যদি তুমি আধ্যাত্মিক আকাশে আমার বাসস্থানে পৌঁছাও, তাহলে তোমার আর জন্ম হবে না।" সুতরাং এই পুরুষ-মহিলা প্রশ্ন সর্বত্র আছে। পার্থক্য শুধু এই যে, আধ্যাত্মিক জগতে যৌন জীবনের কোন প্রয়োজন নেই, অথবা কোন প্ররোচিত যৌন জীবন নেই, যদিও নারী ও পুরুষের মধ্যে আকর্ষণ আছে। অর্থাৎ ... ঠিক যেমন শ্রীরাধা এবং শ্রীকৃষ্ণ। " |
৬৯০৪৩০ - কথোপকথন উদ্ধৃতাংশ - বোস্টন |