"এই কৃষ্ণ ভাবনাময় আন্দোলন হল ঘুমন্ত জীবকে জাগানোর জন্য।উত্তিষ্ঠ জাগ্রত প্রাপ্য বরান নিবোধত (কথা উপনিষদ)। বৈদিক সাহিত্যে, উপনিষদে, আমরা এই পদগুলি পাই, যা বলে, বৈদিক ধ্বনি, আধ্যাত্মিক ধ্বনি, বলে, "হে মানবতা, হে জীব, তুমি ঘুমাচ্ছ। দয়া করে উঠো।" উত্তিষ্ঠত। উত্তিষ্ঠত মানে 'দয়া করেউঠো'। ঠিক যেমন একটি মানুষ বা একটি ছেলে ঘুমায়, এবং পিতা-মাতা, যারা জানেন যে তাকে গুরুত্বপূর্ণ কিছু করতে হবে, 'প্রিয় পুত্র , দয়া করে উঠো। এখন সকাল হয়ে গেছে। তোমাকে যেতে হবে। তোমাকে তোমার কাজে যেতে হবে। তোমাকে তোমার স্কুলে যেতে হবে। "
|