"একজন আত্মা ভগবান শ্রী কৃষ্ণের অংশ হওয়ার কারণে, স্বভাবত খুবই শক্তিশালী হয়ে । আমরাও জানিনা আমরা কত টাই না আধ্যাত্মিক ভাবে কত শক্তিশালী , কিন্তু সেটা মায়াতে আচ্ছাদিত হয়ে নিরুদ্ধ হয়ে গেছে। ঠিক এই আগুনের মতো। এই আগুনে, যদি খুব বেশি ছাই থাকে , আগুনের তাপ তালে ভালো করে উপলব্ধি করা যাবেনা। কিন্তু তুমি এই ছাই কে সরিয়ে দিয়ে হাওয়া দাও তারপরে , এবং যখন এটা জ্বলবে, তখন তুমি ঠিক করে তাপ উপলব্ধি করতে পারবে এবং আরো অনেক উদ্দেশ্যে ব্যবহার করতে পারবে। সেইরকম আমরা আত্মা হওয়ার কারণে, প্রচুর শক্তি আছে আমাদের। এবং ভগবান হলেন পারলাম আত্মা , তো আমরা কল্পনাও করতে পারবোনা ভগবান কতই না শক্তিশালী। "
|