"ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত নাম রয়েছে, নাম্নামকারি বহুধা নিজ-সর্বশক্তিঃ। (শিক্ষাষ্টক, শ্লোক ২)। সমস্ত নামের মধ্যে দুটি নাম অত্যন্ত গুরুত্বপূর্ণঃ রাম এবং কৃষ্ণ। সেই জন্যই হরে কৃষ্ণ মহামন্ত্রে ‘রাম’ এবং ‘কৃষ্ণ’ নাম দুটি রয়েছে। সেই সঙ্গে শ্রীকৃষ্ণের শক্তি, ‘হরে’-ও রয়েছেন। শাস্ত্রে বলা হয়েছে, একহাজার বার ‘বিষ্ণু’ নাম উচ্চারণ করার দ্বারা... ভগবান শ্রীবিষ্ণুর এক হাজারটি নাম রয়েছে... বিষ্ণুসহস্রনাম। কেউ যদি ভগবান শ্রীবিষ্ণুর সেই নামসমূহ জপ করে, তাহলে তা একবার ‘রাম’ নাম উচ্চারণের সমতুল্য। আর তিনবার ‘রাম’ নাম উচ্চারণ করলে তা এক বার ‘কৃষ্ণ’ নাম উচ্চারণের সমতুল্য। সুতরাং আমাদের হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার এই বিশেষ সুবিধাটি গ্রহণ করতে হবে। যদিও শ্রীকৃষ্ণের অসংখ্য নাম রয়েছে। কিন্তু ‘কৃষ্ণ’ নামটি হচ্ছে তাঁর মুখ্য নাম। আর ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুও এই মহামন্ত্র - হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে - জপ ও কীর্তন করতেন।
|