"তাই কৃষ্ণ বাইরে থেকে, ভিতর থেকে সাহায্য করছেন। ভিতরে তিনি পরমাত্মা,বাইরে আধ্যাত্মিক গুরু হিসাবে,এবং, তাই তিনি আপনাকে সাহায্য করতে স সর্বদা প্রস্তুত, উভয় উপায়ে। তাঁর করুণাকে কাজে লাগান। তাহলে আপনার জীবন নিখুঁত। তিনি আপনাকে সাহায্য করতে প্রস্তুত, ভেতর থেকে এবং বাইরে থেকে। কৃষ্ণ অনেক দয়ালু। কৃষ্ণের দয়া,যে দয়া, কেউ শোধ করতে পারে না। প্রতিটি জন্মে, তিনি আমার সাথে আছেন, প্রচার করছেন: 'কেন আপনি তীক্ষ্ণ আচরণ করছেন? শুধু আমার দিকে ফিরে এসো ' অতএব তিনি জীবন্ত সত্তার সাথে সকল প্রকার দেহে চলছেন — হয় দেবদেবীর দেহ বা কুকুরের দেহ, তবুও, কৃষ্ণ সেখানে আছেন। সর্বস্বচাহম্ হৃদৃসন্নিবিষ্ট (শ্রীমদ্ভগবদ্গীতা ১৫/১৫)।"
|