"মত্তঃ স্মৃতির্জ্ঞানমপোহনং চ (শ্রীমদ্ভগবদ্গীতা ১৫/১৫)। কেউ ভুলে যায় আবার কেউ মনে রাখে । স্মৃতি এবং বিস্মৃতি । তাহলে কেন কেউ কৃষ্ণচেতনা স্মরণ করে এবং কেন কেউ কৃষ্ণচেতনা ভুলে যায় ? আসলে, আমার প্রকৃত অবস্থান হল, যেমন চৈতন্য মহাপ্রভু বলেছেন, যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস (শ্রীচৈতন্য চরিতামৃত মধ্যলীলা ২০/১০৮-১০৯)। আসলে, জীবের প্রকৃত অবস্থান হল যে সে চিরতরে ভগবানের দাস । এটাই তার অবস্থান । সে সেই উদ্দেশ্যে, কিন্তু সে ভুলে যায় । তাই সেই ভুলে যাওয়াও হচ্ছে জন্মদ্যস্য যতঃ (শ্রীমদ্ভাগবত ০১/০১/০১), সেই পরম । কেন? কারণ সে ভুলে যেতে চেয়েছিল ।"
|