"তো একজন ভক্তের, ইন্দ্রিয় সংযমের কোনো দরকার নেই। তা আপনা থেকেই হয়ে যায়। ঠিক যেমন আমরা সংকল্প করেছি কৃষ্ণপ্রসাদ ছাড়া কিছু খাবো না। ও, ইন্দ্রিয় এমনিতেই সংযত হয়ে গেলো। একজন ভক্তকে "এটা পান করোনা, ওটা করোনা, সেটা করোনা, এটা করোনা" বলার কোনো প্রশ্নই নেই। কত গুলো না। কেবল কৃষ্ণ প্রসাদ পেলে, সব রকমের না, তার মধ্যেই আছে। এবং এভাবে তা সহজ হয় যায়। অন্যদের, যদি বলা হয়, "ধূমপান করোনা", তাদের জন্য সেটা খুব কঠিন। একজন ভক্ত যেকোনো মুহূর্তে পরিত্যাগ করতে পারে। তার জন্য কোনো কঠিন ব্যাপার নয়। তাই সেই একই উদাহরণ, এই ইন্দ্রিয় গুলো নিঃসন্দেহে খুব শক্তিশালী, একদম সাপের মতো। কিন্তু তুমি যদি বিষ দাঁত ভেঙে দেও, বিষ দাঁত, তাহলে সে আর ভয়ানক নয়। ঠিক তেমনি, যদি তুমি তোমার ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করো, আলাদা করে আর সংযমের দরকার নেই। তা ইতিমধ্যে সংযত।"
|