BN/690619 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ বৃন্দাবন

Revision as of 05:05, 1 September 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"এই কার্যকলাপ, এই কৃষ্ণভাবনাময় কার্যকলাপ তা শুধু পুণ্যই নয়; তা চিন্ময়। সুতরাং তুমি যদি এই কৃষ্ণভাবনামৃত স্তরে থাকো, সহজ পদ্ধতি, ঠিক যেমন আমরা, এই নব বৃন্দাবনে জপ, নৃত্য, ভগবত প্রসাদ পাওয়া, ভাগবত বা গীতা শ্রবণ করা, বোঝবার চেষ্টা করছি, এই সহজ পদ্ধতি। এটা খুব কঠিন নয়। এবং তুমি অল্প প্রসাদে সন্তুষ্ট, কোনো ব্যাপার না সেটা কি? এই পদ্ধতি তোমাকে দৃঢ় থাকতে দেবে। সুতরাং বিভ্রান্ত হইওনা। যা অল্প কিছু নিয়মাবলী আছে, তা খুব কঠিন নয়। এই নীতি মেনে চলো, হরে কৃষ্ণ জপ করো, কৃষ্ণ প্রসাদ পাও, এবং তোমার জীবন সার্থক হবে। নারদমুনি এই আশ্বাস দিচ্ছেন, "যদি তোমার পতন হয়, তাও, কোনো ক্ষতি নেই। কিন্তু, অন্য দিকে, যারা কৃষ্ণভাবনাময় নয়, যদি সে নিয়মিত ব্যবসায়ী বা নিয়মিত কর্মচারী হয়, কত কিছু, তাও, তার কোনো লাভ হচ্ছে না।"
৬৯০৬১৯ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০১.০৫.১৫-১৭ - নব বৃন্দাবন, যুক্তরাষ্ট্র আমেরিকা