BN/710725b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"তো কেউ যদি তার ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে ব্যার্থ হয়...আমি নিউ ইয়র্কের কিছু যোগ সাধনার প্রতিষ্ঠান দেখেছি, তারা কিছু চর্চা করছে...এই আসন, এবং শেষ করার পরেই গিয়ে ধুমপান শুরু করে। দেখেছ তুমি? এই নিয়ন্ত্রণ করা শিখেছে তারা। তো এইগুলো, এইগুলো হচ্ছে সব ভুয়া। এটি কোন যোগ পদ্ধতি নয়। যোগ পদ্ধতি এত সহজ নয়, বিশেষ করে এই যুগে। যোগ পদ্ধতি মানে ইন্দ্রিয়সমূহকে নিয়ন্ত্রণ করা, মনকে নিয়ন্ত্রণ করা; এবং মনকে নিয়ন্ত্রণ করা মানে তোমাকে অনেক কিছু নিয়ন্ত্রণ করতে হবে - তোমার আহার, তোমার নিদ্রা, তোমার ব্যবহার। এইগুলোই শ্রীমদ্ভগবদ্গীতাতে অনুমোদন করা হয়েছে, কিভাবে অষ্টাঙ্গ যোগ অভ্যাস করতে হয়। |
710725 - প্রবচন SB 06.01.11 - নিউ ইয়র্ক |