BN/710806b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লন্ডন
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"তো চিন্ময় আত্মাটি এই জড় আবরণে আবৃত। প্রথমটিকে বলা হয় সূক্ষ্ম - মন, বুদ্ধি এবং অহংকার। এখন আমরা মিথ্যা অহংকারের বশবর্তী হয়ে আছি। ঠিক যেভাবে তুমি যদি একটি সুন্দর জামা পাও, তুমি গর্ব বোধ করো যে, "আমি এই অতি সুন্দর, দামী জামাটি পেয়েছি।" কিন্তু প্রকৃতপক্ষে তুমি জামাটি নও। এটিই তার ভুল ধারণা। তোমার যদি একটি সুন্দর গাড়ি থাকে, রোলস-রয়েস গাড়ি, তুমি যদি সেটির উপর বসো, তুমি ভীষন গর্ববোধ করবে। তো এই ভ্রান্ত পরিচয়কে বলা হয় মায়া। ভাগবত বলেন যে, প্রত্যেকেই বিভিন্ন স্তরের চেতনা অনুসারে সুখী হওয়ার চেষ্টা করছে।" |
710806 - শ্রীমদ্ভাবত ০১/০২/০৬ প্রবচন - লন্ডন |