BN/660829 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"মৃত্যুকে জয় করা, এটাই ছিল মূল সমস্যা... অন্তত পূর্ববর্তী বৈদিক সভ্যতার যুগে। প্রত্যেকের, জ্ঞানে উচ্চপদস্থ যেকোনো ব্যক্তির, তার প্রধান কাজ ছিল মৃত্যুকে কীভাবে জয় করা যায়। এখন, বর্তমান মুহূর্তে সেই প্রশ্নটি অধীনস্থ হয়ে পড়েছে, কীভাবে মৃত্যুকে জয় করা যায়। "মৃত্যু থাকুক। যতক্ষণ মৃত্যু না আসে, ততক্ষণ আমাকে উপভোগ করতে দাও এবং ইন্দ্রিয়তৃপ্তি পেতে দাও।" বর্তমান মুহূর্তে এটাই সভ্যতার মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আসল সমস্যা হল মৃত্যুকে কীভাবে জয় করা যায়। তারা মনে করে... বিজ্ঞানীরা বলেন: "ওহ, মৃত্যু... মৃত্যুকে জয় করা যায় না। একপাশে সরিয়ে দাও। একপাশে রেখে দাও। এখন আসুন আমরা কিছু তৈরি করি, পারমাণবিক বোমা, যাতে মৃত্যুকে ত্বরান্বিত করা যায়।" এটি বৈজ্ঞানিক অগ্রগতি। মৃত্যু আছে, এবং সমস্যা... পূর্বে, মানুষ মৃত্যুকে কীভাবে জয় করা যায় তা ভাবত, কিন্তু বর্তমান মুহূর্তে তারা মৃত্যুকে ত্বরান্বিত করার কথা ভাবছে, এবং তারা একে জ্ঞানের অগ্রগতি বলে।" |
660829 - প্রবচন BG 05.14-22 - নিউ ইয়র্ক |