BN/710815 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লন্ডন
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"তাই আমাদের বিভিন্ন অবস্থায়, বিভিন্ন ধরণের দেহের অধীনে রাখা হচ্ছে। তাই মুক্তির অর্থ হল যে কেউ কোনও শর্তের অধীনে থাকবে না। ঠিক যেমন কৃষ্ণ: তিনি কোনও শর্তের অধীনে নন। এটাই মুক্তি। আমরাও পারি, কারণ আমরা কৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, তাই আমরা কোনও শর্ত ছাড়াইও হতে পারি। ঠিক যেমন নারদ মুনি। নারদ মুনি মহাকাশে ভ্রমণ করছেন কারণ তিনি মুক্ত আত্মা। তিনি বদ্ধ নন। কিন্তু যেহেতু আমরা বদ্ধ, তাই আমরা কোনও যন্ত্র বা অন্য কিছুর সাহায্য ছাড়া মহাকাশে ভ্রমণ করতে পারি না।" |
710815 - প্রবচন SB 01.01.02 - লন্ডন |