BN/710817 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লন্ডন
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"কৃষ্ণ যেকোনোভাবে আবির্ভূত হতে পারেন। তিনি সর্বশক্তিমান। তাই যখন তিনি পাথরের মূর্তির মতো আবির্ভূত হন, তার মানে এই নয় যে কৃষ্ণ পাথর বা মূর্তি। কৃষ্ণও একই কৃষ্ণ, কিন্তু তিনি আমার সামনে পাথরের মূর্তির মতো আবির্ভূত হন কারণ আমি এই পাথরের বাইরে কিছু স্পর্শ করতে পারি না। আমি এই পাথরের বাইরে দেখতে পাই না। তাই এটি তাঁর করুণা। তাই এটিকে বলা হয় অর্চ-অবতার, পূজ্য দেবতার অবতার। তাই আমাদের কখনই ভাবা উচিত নয় যে "কৃষ্ণ দেখছেন না। যদি আমি কোনও অপরাধ করি, অথবা . . . . কৃষ্ণ বৈকুণ্ঠে থাকেন। এখানে আমি যা খুশি করতে পারি।" (হাসি) এটা করো না। এটা একটা বিরাট অপরাধ।" |
710817 - প্রবচন SB 01.01.02 - লন্ডন |